সিটি ইউনিভার্সিটির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স “ব্রিজিং কালচারস : অ্যাডভান্সড ডিসকোর্সেস ইন ট্রান্সলেশন, কালচার অ্যান্ড কম্পারেটিভ লিটারেচার” সফলভাবে সমাপ্ত হয়েছে। ৯ ও ১০ নভেম্বর সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে, ইংরেজি বিভাগ ও আইডিয়াস : এন ইন্টারন্যাশনাল জার্নাল অফ লিটারেচার, আর্টস, সায়েন্স, অ্যান্ড কালচার এর সমন্বিত উদ্যোগে আয়োজিত হয় এই কনফারেন্স। কনফারেন্সটি একাডেমিয়া জগতের একটি মাইলফলক, যেখানে ট্রান্সলেশন ও কম্পারেটিভ লিটারেচার নিয়ে বিষদ জানা ও গবেষণা করা বিশ্বের বিভিন্ন স্কলার ও গবেষকরা একত্রিত হয়েছিল।
Leave a Reply