গ্রিন টি একটি অতিপরিচিত ভেষজ চা, যা মানুষ ওজন কমানোর জন্য পান করে থাকেন। তবে এটি ত্বকের যত্নের পণ্য তৈরিতেও ব্যবহৃত হয়। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার পরিবর্তে, ঈদে ঘরে বসেই আপনি গ্রিন টি দিয়ে ফেসিয়াল করতে পারেন। দেখে নিন কয়েকটি কার্যকরী উপায়। এ উপায়ে গ্রিন টি ফেসিয়াল রাসায়নিক মুক্ত হয় এবং ত্বকের কোনো ক্ষতি করে না। বরং একাধিক উপকার করে গ্রিন টি।
Leave a Reply