1. admin@news-xpress24.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে আরেক বিশ্বকাপ

  • সর্বশেষ আপডেট সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪ জন দেখেছেন

কিছু দিন আগেই পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এ বছর আরো এক আইসিসি আসর মাঠে গড়াতে যাচ্ছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপ। এই আসরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী ক্রিকেটের এই আসর।
সবকিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে হবে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান। একই ভেন্যুতে হতে পারে আসরের প্রথম ম্যাচ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রস্তুত করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশাখাপত্তনমের পাশাপাশি পাঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরেলার তিরুঅনন্তপুরম এবং আসামের গুয়াহাটিতে। এসব ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে আবহাওয়া এবং যাতায়াতের কথা।
গতকাল শনিবার কলকাতায় বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিং ছিল। সেখানেই পাঁচটি মাঠে খেলা হওয়ার বিষয়টি ঠিক করা হয়।
পাকিস্তান যদি আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তারা নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কোনও মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় হবে। বাকি সব দেশই খেলবে ভারতে।
৯-১৯ এপ্রিল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ হবে পাকিস্তানে। ছয়টি দেশের মধ্যে সবার উপরে থাকা দু’টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। আর বাকি ছয়টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের সংবাদ দেখতে ...
© All rights reserved © 2025 news-Xpress24.com
Theme Customized By BreakingNews