বাংলা সিনেমার প্রচলিত ধারায় নায়কই যেন সব, নায়িকা থাকেন কেবল গল্পের অনুষঙ্গ হয়ে। তবে সময় বদলেছে, আর এবার ঈদে সেই চেনা ধারা ভাঙতে আসছেন একঝাঁক নায়িকা, যারা প্রথমবারের মতো ঈদ সিনেমায় পর্দা মাতাতে প্রস্তুত। পুরোনো জনপ্রিয়দের পাশাপাশি নতুন মুখদের নিয়ে তৈরি হয়েছে এক রঙিন প্রতিযোগিতা। এবারের ঈদে প্রথমবারের মতো বড়পর্দায় ঈদ সিনেমার নায়িকা হয়ে আসছেন নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু।
Leave a Reply